মুখোশে ঢাকা ছাগলের দল
মানুষ সেজেছে আজ
বিনা যুদ্ধে বীরের বেশে
ধরেছে বিজয়ীর সাজ।
নগ্ন নৃত্যে নব্য আঁতেল
কপাল করে ভাঁজ
মদ খেয়ে মাতাল হয়ে
ধরেছে ভদ্রের সাজ।
শর্ট কাপড়ে সুশীলা নারী
খেয়েছে চোখের লাজ
দোষ কেবল পুরুষ জাতির
বিবেক বন্দী দেবরাজ।
পরচর্চায় মত্ত থেকে
শূন্য পূণ্য কাজ
অসম বিত্তে নিমগ্ন চিত্তে
পড়ছে কেন বাজ?
ঘৃণ্য কীট করছে দখল
নির্বাক সভ্য সমাজ
জপমালা হাতে সাধুর দল
ঝাড়ছে জ্ঞানের ঝাঁজ।
যাচ্ছে কোথায় সময়ের ঘোড়া
আছে কি কোনো আন্দাজ
দূরে ঠিকই দেখছেন বসে
নিখুঁত তীরন্দাজ।