(না ফেরার দেশে পাড়ি জমানো এক প্রিয় বন্ধুকে)

দূর আকাশে কোথায় থাকিস
কোথায় বসতবাড়ি
কোন অভিমানে স্তব্ধ করে
হঠাৎ দিলি পাড়ি?
মনে কি পড়ে সেই অতীত
জীবন ছন্নছাড়া
নষ্ট সময়ে নষ্ট আবেগে
ছিলাম আত্মহারা।
গা ভাসাতাম উল্টোস্রোতে
স্বপ্ন ছিল ভুল
তুচ্ছছলে তর্কে জড়িয়ে
নাড়াতাম জাতিকুল।
চলতি পথে পা থামিয়ে
ধরতাম বুকে জড়িয়ে
বন্ধু তোকে মনে হলেই
অশ্রু পড়ে গড়িয়ে।

বৈষ্ণবের এক কাঠের মালা
চেয়েছিলি হেঁয়ালি ছলে
মালাটি এখনো তেমনি আছে
অন্তর চিতায় জ্বলে।
পুরনো সেই সরল রসায়ন
আবেগ মাখা ভ্রম
ভাবনাহীন গোলক ধাঁধায়
ঘর্মাক্ত পন্ডশ্রম।
পৃথিবীর জটিল হিসাব নিকাশ
স্পর্শ করার আগে
নিজেকে করেছিস আগেই পৃথক
ভাবতেই অবাক লাগে!

যেখানে থাকিস অপেক্ষা করিস
আমিও আসবো চলে
আবারো জমবে পুরনো আড্ডা
হাসি তামাশার ছলে।