নিপাত যাক সব আঁধার
চাই বিশুদ্ধ ভোর
কেটে যাক সব দ্বন্দ্ব দ্বিধা
কাটুক সকল ঘোর।
রক্ত লাল সূর্যের আলোয়
আলোকিত পথ আসুক
বেদনার সব নীল কষ্ট
গোলাপ হয়ে হাসুক।
হৃৎপিণ্ডের বন্ধ ধমনি
আবার সচল হোক
ঠোঁটে ফুটুক তৃপ্ত হাসি
কাটিয়ে সকল শোক।
চোখের কোণের জমাট কান্না
না আসুক আর ফিরে
মুক্ত আকাশে উড়ুক প্রাণ
সকল বাঁধন ছিঁড়ে।
দীর্ঘশ্বাসের তীব্র দহন
থামুক চিরতরে
ভেঙে পড়ুক ঐ বিষাদ প্রাচীর
জাগ্রত কন্ঠস্বরে।