বিস্ময়ের ঘোর কেটে যাচ্ছে ক্রমেই
কখনো ঘুমের ঘোরে, কখনোবা ক্লান্তিময় তন্দ্রায়
আবার কখনোবা নির্ঘুম বিষন্ন রাতের না ফুরানো সময়ের
অভিশপ্ত দীর্ঘশ্বাসে।
অন্ধ পৃথিবীতে একা চলতে চলতে অবসাদগ্রস্থ পা
জং ধরা অকেজো ইঞ্জিনের মতো মুখ থুবড়ে ধীরে ধীরে
ইতি টানছে কালের স্রোতে, মহাকালের সীমা ছোঁয়ার নির্লিপ্ত অপেক্ষা
কেবলই দূর থেকে বহুদূরে মিলিয়ে যেতে যেতে চিরতরে
নির্বাসিত জীবনের মানচিত্রে নতুন সাম্রাজ্য বিস্তারে সদাব্যস্ত।
গন্তব্যহীন প্রাপ্তিহীন ক্ষমাহীন পথচলায়
সময়ের অসীম চক্রে নিজের তৈরী বৃত্তে কেবলই বন্দী হতে হতে
আবেগ অনুভূতির সকল স্পর্শকাতরতা আজ রুদ্ররোষে ফুঁসে উঠে
শাণিত অস্ত্রের মতো তুমুল ঝংকারে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে
ঔদ্ধত্য উচ্ছ্বাসে অবিরাম।
ক্ষয়হীন ভয়হীন অতৃপ্ত চিত্তে ভেঙে যাওয়া আত্মবোধ
নিরবে নিঃশেষ হয়ে ধুলো জমা ধূসর পথে
নিভৃতে নিজের অস্তিত্বে রেখা টেনে দেয়
প্রচণ্ড রোষে তীব্র ঘৃণায়।