দিন দিন বাড়ছে তর্জন গর্জন
চরিত্র বোঝা দায়
আড়চোখে দেখছি কেবল
কতদূর আওয়াজ যায়!
আগে তো বুঝিনি ক্ষমতার দম্ভ
দাঁড়িয়েছিলাম ঠায়
এখন দেখছি কাকের মাংস
কাকে খুবলে খায়।
প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত
কখন যে কি চায়
ব্যান্ডের গায়ক ভোল পাল্টে
উচ্চাঙ্গ সংগীত গায়।
আধা হজম মাছের টুকরা
গিলছে বকের ছা‘য়
বক বেচারা দায়িত্বের ভারে
দেয় না গোপন সায়।
গ্যাংরিনে পচছে পায়ের মাংস
জং ধরা পিনের ঘায়
হেলার বলদ মেরেছে বাঘ
ইতিহাস ডুবে লজ্জায়।
ঢালছে অর্ঘ্য দিচ্ছে পূজা
নব্য দেবতার পায়
স্তুতির ফাঁকে হাতের তালুতে
বারে বারে চুলকায়।
দ্বন্দ্বে ছন্দে মহানন্দে
ভক্তির উছিলায়
নিচ্ছে গুছিয়ে নিজের আখের
পা চাটা চামচায়।
নিত্য সময় খোলস ভেঙ্গে
নব সৃষ্টির ধায়
প্রতি পদে লাগছে কালিমা
শয়তানের খামচায়।