তোমার আবেগ তোমার কাছে আপাততঃ জমা থাকুক
তোমার সকল ক্রোধ আপাততঃ পাথর চাপায় গতি হারাক
তোমার চোখের জলের ধারা আপাততঃ প্রখর রোদে শুকিয়ে যাক
তোমার দাহিত হৃদয় আপাততঃ হিমশীতল বরফ জলে ভেসে বেড়াক।
তোমার তৃষিত হিয়ায় আঘাতে অবহেলায় জমেছে কেবল ক্ষোভ
দাবানলে পুড়েছে সকল স্বপ্নসাধ।
হৃৎপিণ্ডের অনুরণন ভেঙে বারেবারে সীমাহীন উন্মত্ততায়
রোপণ করেছো ধ্বংসবীজ মরুময় রুক্ষ বুকে।
সীমানা পাঁচিলের স্যাঁতসেঁতে দেয়াল ঢাকা পড়ে আছে
কার্টেইন ক্রিপারের সবুজ শাখায়।
ভাবনাহীন গন্তব্যহীন অনিশ্চিত যাত্রায় নিকষ অন্ধকারে
নিষিদ্ধ কামনার তীব্র অভিলাষে কম্পিত হিয়ায়
অবলিলায় কুঠার আঘাতে চূর্ণ বিচূর্ণ অস্তিত্বে বেজে উঠছে
ক্ষমাহীনতার প্রলয় উল্লাস অবিরাম।
তুমি তৃপ্ত হও মুক্ত বাঁধনে
তুমি অনাবৃত হও জাগতিক মোহময়তায়
তুমি তৃষ্ণার্ত হও নতুন দিনের সন্ধানে
তুমি জাগ্রত হও ভোরের মায়াবি আভায়
তুমি বিকশিত হও পদ্ম ফুলের নির্যাসে
তুমি দৃপ্ত পায়ে এগিয়ে যাও সূর্যস্নাত ভোরের দিকে।