আমি না হয় ভুলই ছিলাম
তুমি কি ছিলে শুদ্ধ
দূরে দাঁড়িয়ে দেখেছো কেবল
আমার মরণ যুদ্ধ।
রঙিন চশমার রঙিন গ্লাসে
স্বপ্নের রঙিন মেলায়
ভুল স্বপ্নে মেলেনি ঠাঁই
অতীত কেটেছে হেলায়।
সর্বনাশী স্বর্গসুখে
কাটছে কেমন দিন
আমার মনের ছোট্ট ঘরে
জমেছে তোমার ঋণ।
নষ্টফুলের নষ্ট গন্ধে
প্রাণ ওষ্ঠাগত
অবহেলে দিও ফেলে
ভুল স্বপ্ন যতো।