উল্লাস করো উল্লাস করো হে মুক্ত ধরা
জ্বলছে মানুষ মরছে মানুষ চারদিকে আজ খরা।
মরুঝড়ে উঠছে গড়ে প্রাণহীন বালিয়াড়ি
ভাঙছে স্বপ্ন লগ্ন ভগ্ন সময় দিচ্ছে আড়ি।
দাবানলে  উজাড় করছো অরণ্য বৃক্ষের সারি
আগ্নেয়গিরির তপ্ত লাভায় বাড়ছে আহাজারি।
লু হাওয়ায় শস্য ক্ষেতে অগ্নি স্ফুলিঙ্গ খসে
নদীর তলদেশ চৌচির আজ কার্বন বিষের রসে।
ভূকম্পন আর দৈত্য ঝড়ের নির্দয় কৃপাণ তলে
সৃষ্টিকুলের আর্ত চিৎকার দেখছো খেলার ছলে।
বাড়ছে কেবল ক্রোধের জ্বালা চক্ষু রক্ত লাল
পিশাচ চাহনির ক্ষুব্ধ রোষে মিটাচ্ছো মনের ঝাল।
ধসে যাচ্ছে মানব জাতি বিষবাষ্পের ধোপে
মুক্ত প্রাণে নামছে বিষাদ মৃত্যু মিছিলের তোপে।
হে ধরিত্রী ফিরে আসো মাতৃসম রূপে
ফিরিয়ে দাও প্রাণের ধারা, থেকো না নিশ্চুপে।