সকাল বিকাল খাচ্ছি উষ্টা
সঙ্গে খাচ্ছি ল্যাং
ঘোড়ার বেগে বাইরে ছুটেও
ঘরে কুনো ব্যাঙ।
গিন্নী ভাবে টাকার কুমীর
রাখার জায়গা নাই
মাসের শেষে শূন্য পকেট
কপালে ভাঁজ তাই।
ছোট্ট বেলায় মায়ের বকায়
সন্ধ্যায় ফিরতাম বাড়ি
এখন ফিরতে দেরি হলেই
গিন্নীও মারে ঝাড়ি।
সংসারের গ্যাঁড়াকলে
গিয়েছি এখন ফেঁসে
মেজাজটা প্রচন্ড গরম হলেও
উড়িয়ে দিচ্ছি হেসে।
অফিসে থাকি স্যুটেড বুটেড
গলায় বাঁধি টাই
নিজ গৃহে লুঙ্গি পড়ে
হয়েছি বলদ গাই।
বিয়ের আগে সুবোধ বালিকা
মুক্ত ঝরা হাসি
এখন দেখি ভাঙা সাউন্ডবক্স
দুঃখে আসে কাঁশি।
নিজ কপালে মারি ঝাঁটা
পায়ে মারি ল্যাং
বাইরে আমি হিরো হলেও
ঘরে কুনো ব্যাঙ।