কষ্ট কি নীল, কষ্ট কি লাল
কষ্ট কি শূন্য, কষ্ট কি মহাকাল?
কষ্ট কি তেতো, কষ্ট কি মিষ্টি
কষ্ট কি ধ্বংস, কষ্ট কি নবসৃষ্টি?
কষ্ট কি স্নায়ুচাপ, কষ্ট কি ক্রোধ
কষ্ট কি বিষজ্বালা, কষ্ট কি প্রতিশোধ?
কষ্ট কি আহবান, কষ্ট কি অবসান
কষ্ট কি গতিহীন, কষ্ট কি প্রবহমান?
কষ্ট কি কবিতা, কষ্ট কি গান
কষ্ট কি ঘনঘোর, কষ্ট কি নিষ্প্রাাণ?
কষ্ট কি ম্রিয়মাণ, কষ্ট কি সূর্যস্নান
কষ্ট কি উদগীরণ, কষ্ট কি তীব্র ঘ্রাণ?
কষ্ট কি হিমশৈল, কষ্ট কি জল
কষ্ট কি নীলাকাশ, কষ্ট কি ভূতল?
কষ্ট কি উত্থান, কষ্ট কি পতন
কষ্ট কি রুদ্ধ পথ, কষ্ট কি বিজয় কেতন?

কষ্ট কি তবে নোম্যান্স ল্যান্ডে ঠিকানাহীনদের জ্বালা
কষ্ট কি তবে অলীক স্বপ্নে বিবেক বন্ধ তালা।
কষ্ট কি তবে জগত সংসারে বেঁচে থাকার ক্ষীণ আলো
কষ্ট কি তবে হীন মায়াজালে শুভ্রতার মাঝে কালো।
কষ্ট কি তবে শ্রমিকের ঘামে প্রস্ফুটিত কোন ফুল
কষ্ট কি তবে স্বপ্নসাধে রোপিত মহাভুল।
কষ্ট কি তবে প্রার্থনালয়ে ধ্বনিত শান্তির সুর
কষ্ট কি তবে সীমানা প্রাচীর গন্তব্য বহুদুর।
কষ্ট কি তবে কৃষকের ক্ষেতে ফসলের রাঙা মুখ
কষ্ট কি তবে জাগ্রত প্রাণে বেঁচে থাকা চিরসুখ।
কষ্ট কি তবে দ্রোহের আগুনে সমাহিত কোন বীর
কষ্ট কি তবে চৈত্রের সূর্যে ফেটে যাওয়া মৃত্তিকা চৌচির।
কষ্ট কি তবে শ্রদ্ধার অর্ঘে জ্বলন্ত বহ্নি শিখা
কষ্ট কি তবে ভুল ঠিকানায় প্রেমের পত্র লিখা।
কষ্ট কি তবে ধ্বংসের পরে উল্লসিত মহাসৃষ্টি
কষ্ট কি তবে প্রচন্ড দাবদাহে অবিরাম ধারার বৃষ্টি।

কষ্ট কি তবে জীবন যুদ্ধে উদ্দাম রণ নৃত্য
কষ্ট কি তবে নিজে মহারাজ আমরা তারই ভৃত্য!