আচ্ছা, মানুষ কি খোলস পাল্টায়
সাপ, শামুক কিংবা কীটপতঙ্গের মত।
মানুষ কিন্তু খোলস পাল্টায়,
দিনের পর দিন সে খোলস পাল্টায়।
এক খোলস হতে অন্য খোলসে আবৃত করে শরীর
ক্রমাগত পাল্টাতে থাকে খোলস।
খোলস পাল্টানোর এই মহাযজ্ঞে
পরিবর্তন হয় মানুষের সমগ্র অস্তিত্ব।
কোন কোন খোলসে হয়তো লেগে থাকে
না পাওয়ার বেদনা বা গ্লানি।
কোন কোন খোলসে লেগে থাকে আর্তনাদ, অভিশাপ
অথবা ধারাবাহিকতার বাইরে কোন একান্ত প্রত্যয়।
কোন কোন খোলসে লেগে থাকে
ভুল স্বপ্ন বা ভুল নারী অথবা ভুল মানুষের ছোঁয়া।
প্রতিটি খোলসেই থাকে ভিন্ন রং, ভিন্ন ঘ্রাণ
কিংবা থাকে ভিন্ন অবয়ব।
খোলস পাল্টানোর অবিরাম খেলায়
তৈরী হয় নতুন নতুন খোলস।
নতুন খোলসে ভেসে ওঠে নতুন মুখ
নতুন খোলসে বাসা বাঁধে নতুন স্বপ্ন
নতুন রংয়ের ছটায় রচিত হয় নতুন জীবন
নতুন করে জমতে থাকে নতুন আবেগ।
আর পুরনো খোলসে চাপা পড়ে থাকে
অস্ফুট বেদনার এক দীর্ঘশ্বাস।