আমি তোমার একান্ত পূজারি আমার দেবী তুমি
শত সহস্রবার প্রণাম তোমায় হে আমার জন্মভূমি।
তোমার মাটিতে জন্মেছি আমি তোমাতেই বসবাস
আবেগ মাখানো কান্না হাসিতে কাটছে বছর মাস।
শীতের সকালে শিশির কণায় মুক্তা হয়ে হাসো
প্লাবন জলে গা ডুবিয়ে স্রোতের ভেলায় ভাসো।
নানান রূপে রাঙাও নিজেকে ছয়টি শাড়ির ভাঁজে
সব রূপেই পূজবো তোমায় সকাল, দুপুর, সাঁঝে।
মাগো তোমার কোটি সন্তানের মুখে ফোটাতে হাসি
পরম আদরে জন্মাও তরু, ফুল, ফল রাশি রাশি।
তোমায় পেতে কেঁদেছি কতো হেঁটেছি অন্ধকারে
যতবার তোমাকে ছেড়েছি মাগো তুমি ধরেছো বারে বারে।
তোমার কাছে চিরঋণী মা তোমাতেই সর্বহারা
তোমার কোলে শুয়ে দেখি স্বপ্ন, তোমাতেই আত্মহারা।
তোমার সম্মান বাঁচাতে মাগো লুটবো অসুরের প্রাণ
বিজয়ী বেশে উড়াবো পতাকা, নিবো মাটির ঘ্রাণ
তোমাতেই শুরু করেছি জীবন তোমাতেই হবো শেষ
তুমি আমার সোনার বাংলা, প্রাণের বাংলাদেশ।