লিলিয়াম ফুলের মতো ক্ষণিক মোহময়তার
খুব নিকটে পৌছানোর যে ব্যাকুলতা
তা কখনো কি দোলা দিয়েছে পোড় খাওয়া মনের আকাশে!
মেঘহীন বজ্রপাত হঠাৎ থামিয়ে দিয়েছে
বেঁচে থাকার মৃদু সম্ভাবনাকে।
নামহীন কোনো বেহালাবাদকের প্রকৃতি স্তব্ধ করা সুরের মূর্ছনা
বিদগ্ধ প্রাণে অনুরণন তোলে অতি সংগোপনে।
ক্লু-লেছ রক্তের ছোপ ছোপ দাগ জমে আছে পিচঢাকা পথে
মৃত্যুর কালো থাবা কখন যে খুবলে নিয়েছে বিদ্যমান সত্তাকে
বিস্ময় জাগছে প্রতিপদে।
পদদলিত প্রাণের তীব্র হাহাকার ঐ শেকল পড়া বন্দীর মতো
ছটছট করে বেড়ায় কারাগারের বদ্ধ দেয়ালে দেয়ালে।
দিন যায় রাত যায়, ক্রমেই বেড়ে চলছে দুঃখের পরিধি
সীমাহীন দুরত্বে চিরতরে পথ হারানোর সকল আয়োজন
আজ বেসুরো ঢাকের শব্দে কেবলই চাপা পড়ে যাচ্ছে।
কি দারুণ প্রকৃতির প্রতিশোধ প্রবণতা! কি দারুণ প্রকৃতি!
মুগ্ধতার আড়ালে উত্তপ্ত দহনের বিভৎস আয়োজনের
ক্রমাগত দ্বৈরথে ভাসমান জলে ভেসে যায় জীবনের শেষ অবলম্বন।