নানান রকম রঙিন নেশায় সবকিছুকে ভুলে
বাস্তবতার জটিল হিসাব কবেই খেয়েছি গুলে।
ধুলোবালি রৌদ্রে পুড়ে জট ধরেছে চুলে
দিনে দেখি রাতের স্বপ্ন, বসে ভাঙা টুলে।
মশা মাছির কামড় খেয়ে শরীর গেছে ফুলে
পরিপাটি জীবনযাপন শিকায় রেখেছি তুলে।
কেউ এসে দেখায় না পথ, হাসে না প্রাণ খুলে
দেখায় শুধু চোখ রাঙানি, চড়াতে চায় শূলে!
সকল সাধ হয়েছে বিনাশ, ভেঙেছে নদীর কুলে
কল্পবিলাস শুধুই দায়ী সকল নষ্টের মূলে।