দিচ্ছে ধাওয়া উল্টো হাওয়া
ক্রমেই পথ হচ্ছে সরু
সভ্য সমাজে চলতে গিয়ে
নিজেকে মনে হচ্ছে গরু।
এতো এতো কথার স্রোতে
বিপন্ন কেন আগামী ক্ষণ
সহ্যের সীমা আর ফুরায় না
দুঃখ বিলাসে তৃপ্ত মন।
ভাবনাগুলো প্রশ্ন করে
মগজ ধোলাই করছে কারা
পশ্চাৎদেশে মারছে লাথি
মিথ্যে মায়ায় সর্বহারা।
ক্রমান্বয়ে বাড়ছে দূষণ
জঞ্জাল জমছে মুক্ত মাঠে
ভরা বসন্তে জেঁকেছে বিষাদ
খাচ্ছি হোঁচট লাশের খাটে।