অনেক তো হলো, আর কতো
দেখা-অদেখার ভিতর যে জগৎ বর্তমান
তার খুব সন্নিকটে নিজেকে আড়াল রাখার যে মিথ্যে অপচেষ্টা
খুব কাছ থেকে চোখ ফিরিয়ে নিলেই সম্মুখে চলে আসে
অসীম সীমানার অদৃশ্য কৌতুহলের প্রতিচ্ছবি।
বিরামহীন সময়ের গায়ে গা ভাসিয়ে চলতে চলতে
দেহের কোষ বিভাজিত হয় নিত্য নতুন আবর্তে।
বিস্ময়ের চোখ অপলক দৃষ্টিতে বিস্মিত হয় প্রকৃতির অপরূপ
রূপের ঝলকানিতে, দৃষ্টির বাইরের অন্য জগৎটাকেও
খুব করে কাছে পেতে উদ্বেলিত হয়ে ওঠে দেহের গভীরে বাস করা
অদৃশ্য সত্তা। নব জাগরণের ধারাবাহিকতার বাইরে
সীমাহীন কামনা তাড়িত করে ভিন্ন জগতের রহস্যময়তায়।
বিষন্নতার মায়াজাল ভেদ করে নির্মল প্রাণের ছোঁয়ায়
অভিকর্ষতার আকর্ষণকে চূর্ণ করে সীমাহীনতায় বিলীনের
বাধাহীন উৎসবে অস্তিত্ব হারানোর মহোৎসবে নিয়মহীনতার
দেয়াল ভেঙ্গে নব সত্তায় ঝলকিত হয়
নিরাভরণের নিষ্পাপ উচ্ছ্বাস।
ভেসে যাওয়া সময়ের ভেলায় উৎসর্গিত হয়
ক্লেদে ভরা জীবনের নিকষ আঁধারের দ্বিখণ্ডিত অবয়ব।
ক্রমশঃ বাড়তে থাকে দৃশ্যমান জগতের বাইরে
অদৃশ্য জগতে নিজেকে হারানোর ব্যাকুলতা।