জন্মের পর ম্যারাথন রেসে নামতে সবাই বাধ্য
এ রেস থেকে মুখ ফেরাতে নাই যে কারো সাধ্য।
সবাই চলে সম্মুখপানে গন্তব্যের নাই ঠিক
রেসের মাঝে ল্যাং খায় কেউ, কেউবা খায় কিক।
কেউ আবার বুদ্ধির জোরে চলে যায় পাশ কাটিয়ে
কেউ আবার গন্তব্য খোঁজে অন্যের মাথা ফাটিয়ে।
কেউ দৌড়ায় ক্ষুধার জ্বালা আর তীব্র ব্যথার সাথে
কেউ দৌড়ায় সুখের হাওয়ায় বসন্ত থাকে তাতে।
কেউ আবার হারায় পথ সবার পিছনে পড়ে
কেউ আবার লোভের মায়ায় ভ্রান্ত সাম্রাজ্য গড়ে।
কেউবা আবার রেসের মাঝে অশ্রু জলে ভাসে
কেউবা আবার হাত বাড়িয়ে চলে পাশে পাশে।
কেউবা আবার মায়ার বাঁধনে আগলে রাখে পথ
কেউবা আবার হিংস্র থাবায় ভেঙ্গে দেয় বিজয় রথ।
গন্তব্যহীন এ ম্যারাথন রেস যেদিন হবে শেষ
প্রাণহীন দেহের কটু গন্ধে থাকবে স্মৃতির রেশ।