মানুষ, তোমার মনুষ্যত্বকে ঝেড়ে ফেলো
ঝেড়ে ফেলো তোমার বিবেকবোধ
জাগ্রত প্রাণের অস্তিত্বে বাসা বাঁধুক
হিংস্র দানবের প্রেতাত্না।
তোমার অতীতটাকে ছুড়ে ফেলো
তোমার আবেগের দরজায় তালা ঝুলিয়ে দাও
তোমার মায়াবি চোখ ঘৃণা দিয়ে উত্তপ্ত করো
তোমার অস্তিত্বকে চিরতরে ভেঙে ফেলো।
তোমার অতীত বলতে কিছু নেই
তোমার ভবিষ্যৎ বলতেও কিছু নেই।
তুমি নিষ্পেষিত, তুমি অস্পৃশ্য
তুমি অপয়া, তুমি অচ্ছুৎ
তুমি ঔদ্ধত, তুমি উদ্ব্যস্ত
তুমি সর্বগ্রাশী, তুমি সর্বনাশী।
তোমার সুন্দর মুখমন্ডল পরিণত করো
অসুরের ভয়ংকর অবয়বে
তোমার সুন্দর পরিধেয়ে লেপন করো
গলিত মাংসপিন্ডের উৎকট গন্ধ।
তুমি উর্বর ভূমিতে ধ্বংসবীজ রোপন করো
তুমি বাতাসে ছড়াও বিষাক্ত প্রাণঘাতী বিষ
তুমি সূর্যস্নাত ভোর নিকষ আঁধারে ঢেকে দাও
তুমি তৃষিত হিয়ায় কুঠার আঘাত করো।
তোমার অতৃপ্ত আত্না পরিতৃপ্ত হোক
মায়াবি হরিণীর লাল রক্তে।
তোমার আসুরিক অবয়বে প্রতিবিম্বিত হোক
শাণিত তলোয়ারের ক্ষুধার্ত জিঘাংসা।