বদলে যাচ্ছে মান অভিমান
বদলে যাচ্ছে ক্ষোভ
বদলে যাচ্ছে দৃপ্ত আবেগ
বাড়ছে কেবল লোভ।
বদলে যাচ্ছে কথার ঝুড়ি
বাড়ছে মিথ্যা আশা
বাড়ছে কেবল ধোকাবাজি
বদলে যাচ্ছে ভাষা।
বদলে যাচ্ছে দিনযাপন
বদলে যাচ্ছে খরচা
বদলে যাচ্ছে দেহের চামড়া
বাড়ছে পরচর্চা।
বদলে যাচ্ছে হাতের লেখা
বদলে যাচ্ছে কলম
বদলে যাচ্ছে বিরাম চিহ্ন
বদলাচ্ছে নিত্য ছলম।
বদলে যাচ্ছে বৃষ্টির ধরণ
বদলে যাচ্ছে বায়ু
বদলে যাচ্ছে জলের ধারা
বদলে যাচ্ছে আয়ু।
নিত্য বদলের এই খেলায়
আমরা দাবার গুটি
হারজিতের এই টেবিলটাকে
একদিন দিবো ছুটি।