জ্বলে যাবে আমার রুদ্ররোষে
জ্বলবে আমার দ্রোহে
সাজাবো তোমার অন্তিম চিতা
প্রাপ্তিহীনতার মোহে।
ভাঙবো তোমার মসৃণ পথ
স্বপ্ন করবো হরণ
ছিনিয়ে নেবো কল্প সুখ
করবো রক্তক্ষরণ।
চোখের জলে বিষের ধারা
অব্যক্ত অভিশাপে
ধসিয়ে দেবে স্বপ্নসাধ
ক্ষমাহীনতার পাপে।