আমি একা জ্বলতে আসিনি
জ্বালাতেও এসেছি সদর্পে প্রচন্ড উন্মত্ততায়
জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবো সকল অশুচির দেয়াল
নির্লিপ্ত দহনে বুকে জমাট দাবানল প্রচন্ড উত্তাপে
উজাড় করে দেবে অভিশপ্ত ক্রোধের আর্ত উল্লাস।
ক্ষমাহীন দ্রোহে দ্বিধাদ্বন্দ্বের দ্বৈরথে নিমিষে
পিষিয়ে ফেলবো সকল ভ্রান্ত অর্জনের সীমাহীন পাপ।
আত্ম দহনে জ্বলে জ্বলে নিঃশেষিত হওয়ার অর্থহীন খেলায়
মরণ ছোবলের আর্ত চিৎকারে প্রকম্পিত আবহে
হৎপিণ্ড কেবলই থেমে থেমে যাবে
প্রবাহিত অক্সিজেন মুহূর্তেই পরিণত হবে বিষাক্ত হাইড্রোজেনে।
জাগতিক কোলাহল আর মোহময়তার গ্রাসে আদিম প্রবৃত্তি
ধীরে ধীরে মিলিয়ে যাবে উত্তপ্ত অগ্নিশিখায় অবিরাম।
আগ্নেয়গিরির পাষণ্ড ক্রোধে কেবলই জমে উঠবে
ধসে যাওয়া সাম্রাজ্যের অতীত দীর্ঘশ্বাস।
আমি জ্বলে যাবো, আমি জ্বালিয়ে যাবো
আমার প্রজ্বলিত অগ্নিশিখায় রচিত হবে
এক বিস্ময়কর নতুন অভ্যুত্থান।