চলে তো যাবেই
চলে যাবে দূরে, বহুদূরে
মাইলের পর মাইল দূরে
সীমানাহীন দুরত্বে তুমি চলে যাবে।
তোমার চলে যাওয়া আমার হৃৎপিন্ডে এখন
অনুভূতির অনুরণন সৃষ্টি করে না ।
তোমার চলে যাওয়া মধ্যরাতে হঠাৎ ঘুম ভাঙিয়ে
অব্যক্ত কান্নায় হাহাকার তুলে না।
তুমি কি ভেবেছিলে
তোমার পথ আটকাবো অস্তিত্বের মায়াজালে?
তুমি কি ভেবেছিলে
তোমার পথ হারাবে হৃদয়ের গহীন অরণ্যে?
আমি খুলে দিয়েছি সকল পথের দুয়ার
যেদিকে ইচ্ছে চলে যাও
যেদিকে ইচ্ছে হারিয়ে যাও
যেদিকে ইচ্ছে ফুরিয়ে যাও
তোমার পথ কখনোই আটকাবো না।
মুক্ত স্বাধীন বাধাহীন রাজ্যে
তুমি চিরতরে হারিয়ে যাও।
তোমাকে আর ফেরাবো না
তোমাকে ফেরানোর সকল অভিপ্রায়
আজ মরুবুকে জ্বলে পুড়ে নিঃশেষিত
বুকের মাঝে বইছে মুরঝড়।
আমার অতৃপ্ত আত্মা এখন আর অশ্রুজলে
প্লাবিত হবে না তোমার ফেরার অপেক্ষায়।