দিনগত
ব্যথা শতো
বুকে ক্ষত
আমরণ বিষে,
জ্বালা কতো
রক্ত যতো
ক্ষোভ ততো
নুয়ে পড়া শীষে!
দেহ নত
কল্প ব্রত
ধ্যান রত
নোনাজলে মিশে
ভুল কতো
ছায়া মতো
ছাই এতো
জ্বালা বাড়ে কিসে?