আমিতো পরাজিত হবোই
কারণ তুমিই দেখিয়েছো পরাজয়ের পথ।
আমার আবেগ, আমার ভালবাসা, আমার ক্রোধ, আমার অহংবোধ
অকেজো অস্ত্রের মতো শোভা ছড়াচ্ছে বিষাদের ড্রইংরুমে।
কাকডাকা ভোরের স্বাদ কবেই কেড়ে নিয়েছে
ইট পাথরের বেহায়া নগরজীবন।
অতৃপ্ত মোহময়তা বিষাদের কালরাত্রে ঝড় তুলে
বারবার তাড়িত করে মৃদু আলোর পানশালার টেবিলে।
নিষিদ্ধ গ্রন্থের নিষিদ্ধ নির্যাসের মতো গোপন অভিলাষ
কুড়ে কুড়ে ধ্বংস করছে সমগ্র অস্তিত্ব।
ভাবলেশহীন অপলক দৃষ্টিতে
দিন দিন কমে যাচ্ছে প্রতীক্ষার সীমারেখা।