এই চেয়ারের মালিক আমি
আমিই এখন রাজা
পান থেকে চুন খসলেই
ভাঙবো সবার মাজা।
আমার কাছে তুচ্ছ সবাই
ক্ষমতা এখন হাতে
আমার কথায় বাঘে হরিণে
জল খাবে এক সাথে।
কলম আমার খুব ধারালো
কালিতে মাখানো বিষ
ভয়ে সবাই কম্পিত শিরে
করবে শুধু কুর্নিশ।
ক্ষমতার দাপট দেখাবো এবার
ধরবো অগ্নিমূর্তি
আমার তাপে ছাই হবে সব
লুটবো সকল ফূর্তি।
চামচারা আমার দু’পা চেটে
নেবে চরণ ধূলি
দেবতাজ্ঞানে পূজবে আমায়
আওড়াবে কত বুলি।
সামান্য দেরি সইবো না আর
চাই সব আগে আগে
আমার চাহিদার হিসাব নিকাশ
মিলবে না গুণ-ভাগে।
নতুন নতুন প্ল্যান কষবো
থাকবে সবাই চাপে
ক্ষণে ক্ষণে ধরবো ভুল
গজ ফিতার মাপে।
ধরবো এবার সব ব্যাটাকে
খত দেওয়াবো নাকে
সবার ওপর ঘুরাবো ছড়ি
যতদিন চেয়ার থাকে।