তার ছিঁড়েছে মাথার ভিতর বকছে আবোল তাবোল
যাই দিচ্ছি তাই খেয়ে চাচ্ছে ডাবল ডাবল।
ছাগলামিটা খুব বেড়েছে হাঁটছে পিছন ফিরে
মাঝ নদীতে ডুবিয়ে নৌকা সাঁতরে উঠছে তীরে।
জল ঘোলা করে খায় যে পানি সকাল আর দুপুরে
সন্ধ্যাবেলা গোসল সারে নোংরা জলের পুকুরে।
রামছাগলের সঙ্গে ছিল তিন ছাগল ছানা
দুইজনের পা খোঁড়া একজন আবার কানা।
চার ছাগলে আঁটলো বুদ্ধি থাকবে না এই দেশে
বিদেশ ভূঁইয়ে গড়বে বাড়ী চলবে রাজার বেশে।
বুদ্ধিমত চার ছাগলে নিল পাসপোর্ট ভিসা
দেশত্যাগে মিলবে সোনা, মিলবে নতুন দিশা।
স্বপ্নের বিদেশে গিয়ে তাদের স্বপ্ন খেল ধরা
কাজ নাই কর্ম নাই লাগলো বিশাল খরা।
বছর দুই কাঁটিয়ে বিদেশ ফিরলো নিজ বাড়ীতে
রঙিন স্বপ্নের চেহারাগুলো ঢাকলো মোচ দাড়িতে।
এলোমেলো কদিন ঘুরে ভাঙলো তাদের সঙ্গ
টাকার জ্বালায় কথার ঠেলায় বুঝলো জীবনের রঙ্গ।
মাথার তার ছিঁড়লো তাদের, স্বপ্ন হলো কাল
মগডালেতে বসে এখন ভাঙছে গাছের ডাল।