বৃত্তের মাঝে ক্রমেই বেড়ে চলছে বৃত্তের পরিধি
ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বৃত্তের দেয়াল
ছাইচাপা আগুনের অনির্বাপিত তাপে বৃত্তের দেয়ালে
ক্রমেই আটকে যাচ্ছে সকল প্রাপ্তির হিসাব নিকাশ।
বৃত্তের পরিধি ভেঙে বেরোনোর সকল পথ রুদ্ধ হচ্ছে
সংকীর্ণতার মহারণে
আবেগের দোলাচলে কেবলই বৃত্তের দেয়ালে প্রতিবিম্বিত
সুপ্ত আর্তনাদের করুণ নির্বাসন।
দেয়ালের মাঝে তৈরী হচ্ছে নতুন নতুন দেয়াল
প্রতিটি দেয়ালেই জন্ম নিচ্ছে নতুন নতুন বৃত্ত।
বৃত্তের পরিধির মাঝে থমকে যাচ্ছে
অতীত, বর্তামান ও ভবিষ্যতের নিবিড় কথোপকথন।
ঘোর আবদ্ধ নাগরিক কোলাহলে যান্ত্রিক অসভ্যতা
মরণঘাতী ক্যান্সারের মতো নিজের সাম্রাজ্য বিস্তারে সদা ব্যস্ত।
ভাবলেশহীন চোখ কেবলই ঝাপসা আলোয় নিজের
পথের সীমানা খুঁজে বেড়ায় প্রবল হতাশায়।
বৃত্তের মাঝে কেবলই জন্ম নিচ্ছে অসংখ্য বৃত্ত
কেবলই বেড়ে চলেছে বৃত্তের পরিধি।
এক বিন্দু হতে আরেক বিন্দুতে
দ্রুতই মিলিত হয়ে তৈরী হচ্ছে নতুন নতুন বৃত্ত।
বৃত্তের মাঝে কেবলই বন্দী হচ্ছে নতুন নতুন বৃত্ত
বেড়ে যাচ্ছে বৃত্তের পরিধি প্রবল অনিশ্চয়তায়।