ঘোর বর্ষায় গাছের পাতা
ভিজছে বৃষ্টির জলে
উদাস মনের সুপ্ত নদী
ভাসছে পাথুরে ঢলে।
আকাশ ছেয়েছে ঘন মেঘে
বাতাস গিয়েছে থেমে
ইচ্ছে করছে ভিজাই শরীর
বৃষ্টির জলে নেমে।
একা একা ভিজছি জলে
আর পড়ছে মনে খুব
তোমার মনের গভীর হ্রদে
দিয়েছিলাম ডুব।
বৃষ্টির জলে মিশছে আমার
চোখের লোনা জল
এক বর্ষায় দেখেছি তোমার
দু’চোখ ছলছল।
চলে আসো আবার ভিজি
বৃষ্টির শীতল জলে
ধুয়ে ফেলি সব কষ্টের রং
জমেছিল বুকের তলে।