সভ্য সমাজের মানুষের মাঝে
আমায় পাবে না খুঁজে
দেহ আমার ঢেকে আছে
জমাট রক্ত আর পুঁজে
পা দু’টি বরফ সদৃশ
পিঠ ঢেকেছে কুজে
কোনো কথা শুনি না এখন
চলি তুলো গুঁজে
দেখি কেবল ভয়ের স্বপ্ন
চোখ দু’টি বুজে
চামড়ার রং ক্রমেই গিলছে
নিত্য নতুন রুজে।