আবেগের দোলাচলে চলতে চলতে হঠাৎ মনের দরজায়
মধ্যরাতে বেজে ওঠে বাস্তবতার অসহ্য সাইরেন।
বিভীষিকাময় কালরাত্রির নিস্পৃহ আকাঙ্খায় ক্রমাগত ভয়হীন
আবর্তে নিজেকে জড়িয়ে নিতে নিতে অবশেষে যখন মুখ ফিরিয়ে নেয়
তখন তিমিরে নির্বাসিত স্বপ্নগুলো অধরা হয়ে থাকে ঘুমহীন স্পর্শে
অব্যক্ত ক্রোধ অব্যক্ত দ্রোহে বারবার আঘাতে
চূর্ণ বিচূর্ণ করে ডেকে নিয়ে আসে ভয়ার্ত আর্তনাদ।
অবচেতন মনের গহীন অরণ্যে জ্বলে ওঠা প্রদীপ বার বার
নিভে নিভে তৃষিত হিয়ায় প্রতিবিম্বিত করে অতীতের অপ্রাপ্তির
হিসাব নিকাশের ক্রমবিনাশিত ধূসর টালিখাতা।
বিকালের উদাস রোদ গা এলিয়ে দেয়ার অপেক্ষায়
রাতের আঁধারের শীতল কোলে মূলতঃ নিজের জ্বলিত দেহের শান্তির খোঁজে।
নিষিক্ত ডিম্বানুর প্রাণময় আকাঙ্খা পুনঃ পুনঃ স্তম্ভিত করে জাগিয়ে তোলে
আগামীর পথচলার নিরর্থক ভাবনাবিলাস অবিরাম
কণ্টকাকীর্ণ পথের মাঝে অভিশাপ অপঘাত অপবাদ
জানান দেয় অনিশ্চিত পথের নির্মোহ আহবান।
চক্রাকার ভুলপথ শুদ্ধতার বাতাসে নিজেকে জড়িয়ে
ক্লান্ত ঘর্মাক্ত অবয়বে হিমশীতল ঘূর্ণাবর্তে আষ্টেপৃষ্ঠে সাজিয়ে
প্রার্থনারত ক্রন্দনে ভাসিয়ে নিয়ে যায় চক্রাকারে সজ্জিত নির্বাসনে।
ক্রমশঃ মুদ্রিত নিষ্কন্টক ক্যানভাসে জলরঙে আঁকা
নবীন আঁকিয়ের এলোমেলো স্কেচে নিজের অস্তিত্বের বলয় বিস্তারের
অবিরাম প্রচেষ্টা, হোঁচট খেয়ে উঠে দাঁড়ানোর অবুঝ সম্ভাবনা।
ক্রমনিম্নগামী পথে চলে যাচ্ছে বিষাদের বাহন
ধূসর জমাট মেঘ আটকে যাচ্ছে
নিরন্তর আবেগের গহীন কুহকে।
অবশেষে নির্বাসিত আবেগ জটিল সমীকরণে অপাঘাতে নিমজ্জিত
ভাবনা বিলাসের অতল তলে, প্রচেষ্টা বেঁচে থাকার।