সব আলো নিভে যাক
নিভে নিভে অন্ধকারে নিপতিত হোক
সব আলোকিত পথ
সব জাগ্রত বিবেকবোধ।
পাশবিক উন্মত্ততায় জন্ম হোক
আদিম বর্বরতার
রক্তের লাল রঙে রঞ্জিত হোক
সভ্যতার আলোকিত দুয়ার।
হায়েনার ক্রুর হাসিতে
মেতে উঠুক তীব্র প্রলয়োল্লাস
নিষ্ঠুর বজ্রপাত স্তব্ধ করুক
প্রাণের সকল স্পন্দন।
দলিত, মথিত, নিষ্পেষিত সত্তায়
বেজে উঠুক হিংস্র ভ্রমের উল্লাস
প্রকৃতি সমর্পিত হোক
অসহায়ত্বের করাল গ্রাসে অবলীলায়।
প্রতিবিম্বিত আলোর মায়াবি ছোঁয়া
প্রেতাত্মাদের দখলে
লাশকাটা ঘরের বাকহীন স্থবিরতা
ক্ষণে ক্ষণে শিহরিত মৃত্যু আলিঙ্গনে।
দীর্ঘ হচ্ছে অন্ধকারের পরিধি
সমাধিতে জন্ম নিচ্ছে বিষাক্ত ধুতরা ফুল
নিঃশ্বাস ভারী হচ্ছে
নীল বিষের তপ্ত আভায়।
তৃষ্ণার্ত প্রাণ নিঃশেষিত
জটিল রসায়নের দুর্বোধ্য বিন্যাসে।
চারদিকে ভয়ংকর শব্দে বেজে উঠছে
অশনি সংকেত।