অনেক তো হাঁটলাম অর্থহীন পথে
হাঁটতে হাঁটতে পায়ে কতোই না ফোসকা পড়েছে
ফোসকা পড়ার কালো দাগ ক্রমাগত বেড়েই চলছে
ফোসকার না শুকানো ক্ষতে কতোই না আঁচড় কেটেছি
অবচেতন মনের বিচ্ছিন্ন ঘোরে।
হাঁটছি তো হাঁটছিই, শুধুই হাঁটছি
না ফুরোনো গন্তব্যে অযথাই হাঁটছি।
হেঁটে হেঁটে যখন ক্লান্ত হয়ে পড়ি
তখন পা দুটোকে বিশ্রাম দেয়ার ছলে মিথ্যে প্রবোধ দেই
এই বলে যে, এই তো গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি
তুমি থেমে যেও না।
অনিশ্চিত পথে চলতে চলতে মিথ্যে আশ্বাসের হাতছানি
বারবার সম্মুখপানে ঠেলে দিতে চায়
প্রাপ্তিহীন পথচলায় ইট পাথরের সাথে কতোই না হোঁচট খেয়েছি
তার কোনো হিসাব রাখার প্রয়োজন হয়নি বা রাখিনি।
চলছি তো চলছিই
প্রাপ্তি বা অপ্রাপ্তির অসমাপ্ত হিসাবের খাতায় জমে থাকা
অব্যক্ত হতাশাকে পুঁজি করে অজানা গন্তব্যে চলছি
ঘুমহীন নিদারুণ তন্দ্রায় নিজের অভিশপ্ত ক্লেদে
অযথা ধুকতে থাকা স্বপ্নকে দু’পায়ে দলিয়ে
পন্ডশ্রমময় এ পৃথিবীর মায়ায় আর জড়াতে চাই না।
স্বপ্নবিলাসী তপ্ত হৃদয়ের অনুরণন মুহূর্তে ডুবে যাবে
নষ্ট পথে একান্ত নিঃসঙ্গতায়।