মানুষ বলেইতো করবো ভুল, আবেগ কিংবা ক্ষোভে
মানুষ বলেইতো করবো ভুল, ত্যাগে কিংবা লোভে।
মানুষ বলেইতো পাষাণ হবো কিংবা নির্মম খুনি
মানুষ বলেইতো ব্যথিত হৃদয়ে ছিটাবো মুক্তা চুনি।
মানুষ বলেইতো শয়তান হবো কিংবা সন্ন্যাসী
মানুষ বলেইতো সম্রাজ্য হারিয়ে হয়ে যাবো দাসদাসী।
মানুষ বলেইতো সোজা পথে হেঁটে, হাঁটবো উল্টোপথে
মানুষ বলেইতো পদপিষ্ট হবো, আবার বাহবা কুড়াবো শতে।
মানুষ বলেইতো যুদ্ধে যাবো, ফিরবো বীরের বেশে
মানুষ বলেইতো পরাজিত হবো, জ্বলবো অন্যের রেষে।
মানুষ বলেইতো প্রেমিক হবো চিরতরে ঘরছাড়া
মানুষ বলেইতো মাতাল হবো, যাবো নিষিদ্ধ পাড়া।
মানুষ বলেইতো স্বপ্নের সৌধ করবো ছিন্নভিন্ন
মানুষ বলেইতো বাস্তবতার ভিড়ে হয়ে যাবো নিশ্চিহ্ন।
মানুষ বলেইতো মহাপাপী হবো, পূণ্যের রাজ্যে বোকা
মানুষ বলেইতো হিসাবের খাতায় জমাবো কেবল ধোঁকা।
মানুষ বলেইতো মহাসমুদ্র হতে শুকাবো মরু ঢালে
মানুষ বলেইতো কালের স্রোতে হারাবো মহাকালে।
মানুষ বলেইতো আজন্ম ক্ষুধায় জ্বলবো জীবনভরে
মানুষ বলেইতো অব্যক্ত দ্রোহে মেঘহীন বৃষ্টি ঝরে।
মানুষ বলেইতো ছকহীন ছকে ছুটছে জীবন রথ
মানুষ বলেইতো আমরণ হেঁটেও ফুরাচ্ছে না ভুলপথ।