হঠাৎ করেই দেবো আমি ভিন্ন পথ পাড়ি
জমাট বাঁধা আর্তনাদে বাতাস হবে ভারি
থাকবে পড়ে রাজ প্রাসাদ স্বপ্ন বিলাসি গাড়ি
হিমশীতল স্থবির দেহ স্পন্দনহীন নাড়ি।
শূন্য হাতে সাদা বস্ত্রে যাত্রা অসীম পথে
ঝরবে না আর পুষ্প বৃষ্টি শোভিত বিজয় রথে
মায়ার সব বন্ধন ছিঁড়ে বুকের গভীর ক্ষতে
থাকবে পড়ে ভুল অর্জনের প্রাপ্তি শতে শতে।
হয়তো হঠাৎ দেবো উঁকি গভীর স্বপ্ন মাঝে
অস্ফুট কান্নায় দেখবে আমায় ভিন্ন কোনো সাজে
অপূর্ণতার টালি খাতার প্রতিটি ভাঁজে ভাঁজে
মেলেনি আর হিসাবের জের জীবনের শেষ সাঁঝে।