যে যেভাবে চলতে চায়, ইচ্ছেমতো চলুক
যে যেভাবে বলতে চায়, ইচ্ছেমতো বলুক
যে যেভাবে জ্বলতে চায়, ইচ্ছেমতো জ্বলুক
কি আর যায় আসে!
কাউকে এখন চাই না আর আমার আশেপাশে।
ঘুরবো একা ইচ্ছেমতো, চলবো স্বাধীনমতো
কেউ এখন ধরবে না আর ভুল ভ্রান্তি যতো।
সবুজ প্রকৃতির মুক্ত আসরে আড্ডা জমবে নিত্য
জীবন থাকবে হাতের মুঠোয়, মুক্ত স্বাধীন চিত্ত।
নিজের রাজ্যে নিজেই রাজা, মানবো না কোনো বাধা
জগৎ সংসার সবই তুচ্ছ, মিথ্যে বৈভবের ধাঁধা।
কালের চাকায় ভর করে চষবো সারাবিশ্ব
নিজেই নিজের মহাগুরু, নিজেই নিজের শিষ্য।
মানবো না আর শাসন বারণ, আবেগে মারবো লাথি
নিজের মতো কাটাবো জীবন কিংবা হবো আত্মঘাতী।
এসেছি মহাশূন্য হতে, হারাবোও শূন্য মাঝে
হারানোর খেলায় জড়াবো না আর ক্ষণিক মায়ার ভাঁজে।