পূজার বেদীতে অপলক দেবী
অর্ঘ্য দিচ্ছি পায়ে
দূর করো সকল কালিমা
কৃপা ছিটাও গায়ে।
মুছে দাও শোক দুঃখ
দাও বিশুদ্ধ প্রাণ
বিদায় করো জীর্ণ ক্লেদ
ছড়াও নির্মল ঘ্রাণ।
তৃষিত হিয়ায় শান্তি আনো
অশুচিকে দাও পুড়িয়ে
আঁধার কেটে আলোর শোভায়
জড়িয়ে রাখো মুড়িয়ে।
বৃষ্টি ধারায় তপ্ত ধরায়
আনো স্নিগ্ধ বায়ু
সকল জরা বিদায় করো
দাও তৃপ্ত আয়ু।
অপয়া অভিশাপ চূর্ণ করে
শান্তির পায়রার বেশে
বাজাও তোমার অমিয় বীণা
বাতাসে ভেসে ভেসে।
বেদীতে তুমি থেকো না দেবী
ছড়িয়ে পড়ো বিশ্বে
মাতৃ আদরে স্নেহের চাদরে
অমৃত দাও নিঃস্বে।