হঠাৎ যদি ঢোঁড়াসাপ ফনা তুলে ছোবল মারার ক্ষমতা পায়
হঠাৎ যদি পশুরা মানুষের মতো সশব্দে কথা বলে
হঠাৎ যদি ভিমরুলের চাকে মধু পাওয়া যায়
হঠাৎ যদি মাছেরা জলাধার ছেড়ে মাঠে চড়ে বেড়ায়
হঠাৎ যদি আগুনের শিখা হতে হিমশীতল হাওয়া বের হয়
হঠাৎ যদি আগ্নেয়গিরির লাভা ঝর্ণাধারা হয়ে সাগরে মেশে
হঠাৎ যদি বিনা মেঘে বজ্রসহ বৃষ্টি নেমে আসে
হঠাৎ যদি বাঘ সিংহ লতাপাতা খাওয়া শুরু করে
হঠাৎ যদি সদ্য ভূমিষ্ঠ শিশু কাঁচা মরিচ কচলে ভাত খাওয়া শুরু করে
হঠাৎ যদি খোঁড়া লোকটি লাথি মারার জন্য পা উঁচু করে
হঠাৎ যদি আধমরা বৃদ্ধ ফুটবল খেলতে মাঠে যায়
হঠাৎ যদি উম্মাদের হাতে ব্যাংকের ভল্ট খুলে দেয়া হয়
হঠাৎ যদি হেরোইনখোর মসজিদে ফজরের আজান দেয়
হঠাৎ যদি ইবলিশ শয়তান দরবেশ হয়ে ধর্ম প্রচার করে
হঠাৎ যদি কবর থেকে বেরিয়ে মৃত দেহরা চা খেতে দোকানে যায়
হঠাৎ যদি চিরতরে হারিয়ে যাওয়া মানুষ বাড়ি ফিরে আসে
হঠাৎ যদি এয়ারগান নিয়ে যুদ্ধ ঘোষণা করা হয়
হঠাৎ যদি যুদ্ধবাজ নেতারা এক টেবিলে লুডু খেলতে বসে যায়
হঠাৎ যদি এটম বোমা তেজস্ক্রিয়তা হারিয়ে শিশুদের খেলনায় পরিণত হয়
হঠাৎ যদি সব অফিস আদালত আজীবনের জন্য বন্ধ হয়ে যায়
হঠাৎ যদি তালা দিয়ে চাবি খোলা যায়
হঠাৎ যদি অতীতটা ফেরত চলে আসে
হঠাৎ যদি প্রেমের অনুভূতিটা আবেগশূন্য হয়ে মরে যায়
হঠাৎ যদি অভাব নামক শব্দটি চিরদিনের জন্য মুছে যায়
হঠাৎ যদি স্বপ্নগুলো পায়ে লুটোপুটি খায়
হঠাৎ যদি পৃথিবী থেকে দুঃখ শব্দটি উঠে যায়
হঠাৎ যদি আজরাইল জান কবজ করা ছেড়ে দেয়।
ভয়ে আছি যদি সত্যিই উল্টোরথের এই যাত্রা
সোজা পথে চলতে শুরু করে
তাহলে তো ভয় শব্দটিই চিরতরে হারিয়ে যাবে
মহাকালের গহীন গোরস্থানে।