কেউ যেদিন সমুদ্দরকে খুঁজতে এসেছিল এই বেলাভূমিতে,
বলেছিল -পরিচয় মুছে ফেলার হেতু নিয়ে যদি পারো
দু-কলম লিখে নিও। অতঃপর কেউ যদি কোনদিন জানতে চায়
সমুদ্দর ছেলেটার অবশেষ কিছু জানা গেল কি? চুপ থেকে
বুঝিয়ে দিও- সমুদ্দর নিয়ে কেউ ভাবে না আর।
অনেকদিন পালিয়ে বেড়িয়েছি সমুদ্দরের থেকে।
সমুদ্দরের জন্য কেউ আর বলতে আসবে না নিশ্চিত হয়ে
যেদিন অধ্যায়ের যবনিকা টানতে চেয়েছি; সেদিন হতেই
সিগন্যালের ধারায় উত্তাল সমুদ্দরের গর্জনে কম্পিত বেলাভূমি।
বিরহের সুরে নয় অবিমিশ্রিত বিদ্রুপের গান গেয়ে
শুনিয়ে দিয়েছে সমুদ্দরকে এতো সোজা মনে করো না।
সেই হতে আমার বুকপকেটে সমুদ্দরের নামাংকিত পৃষ্ঠাতে লেখা
যে আমি মুছে ফেলার হেতু নিয়ে লিখতে বলেছিলেম
সমুদ্দরের কথ জানতে চেয়েছিলেম
চুপ থেকে বুঝিয়ে দিয়েছি সমুদ্দরের কেউ নেই!
সমুদ্দরটাকে হত্যা করার সময়ে উপলব্ধিতে আসে নাই
কোনদিন সমুদ্দরের অর্জনে অতিরিক্ত জোয়ারে প্লাবিত বেলাভূমি,
গর্জনের শব্দে সচকিত হবে সমুদ্দর নিজেও ।