তবু ফিরে আসি
আহম্মেদ রফিক
তবু ফিরে আসি পুরাতন ঘাটে যখনি প্রয়োজন পড়ে।
উপেক্ষা নামক শব্দেরা অবসরে যায় চলে,
আমার গল্পে গতির ধারণায়,
অবতারণায়
আমি!
জানতে চাই না,
আর কোনদিন চাইবও না,
অস্বীকার করতে যাব না কপটতার প্রশ্রয়ে।
কিছু সাধ রয়ে গেল আজো নিরুপায়, আজো বিলম্বিত!
তুমি আমাকে অভিশাপ দিয়ে ছিলে -যেন কবি হয়ে আসি,
অপেক্ষার কাছে ফিরিয়ে দেই নবধারা।
একযুগ আগে যেমন-
অচেনা!
আবার জানিয়ে দেই
প্রেমের কাছে আরো অনেক বিস্ময় আছে,
অনেক পরিচয় তুচ্ছ, অনেক গান নেহায়েত বিভিষিকা !
তুমি চাও কাব্যরস যেখানেই মিলিয়ে দেই সময় যখনই।
জানতে চাও ভিতরের খবর অপ্রকাশিত,
মেলাতে চেয়েছিলে যে অংক-
মিলে নাই!
বসন্ত এলে নতুন করে বাজে,
বুকের ভিতরটা নিশপিশ অপদ্রব ভালবাসায়!
কস্মিন কালেও ধরা দেয় না নিখাদ ভালোবাসার ছটা ।
০৮/০৮/২০১৮ ইং ।