ইচ্ছা হলেই কি সব সুখ -স্পর্শ করা যায়,
নাগালে বেঁধে রাখা যায়?
ইচ্ছা হলেই কি পূরণ করা যায় সব সাধ?
তোমাদের অপারগতা নিয়ে আমার কোন কথা নেই-
তবু কেন ভার নিতে হবে আমাকে?
আমি পারি না বলেই বলছি – পৃথিবীর কদর্যতা
দুঃস্বপ্নের চেয়ে বেশি আমাকে পুড়ায়,
তুমি যখন নিভে থাকো আলো আধারির দোলাচলে;
কখন খেই হারিয়ে ডুবে যাও!
ইচ্ছে হলেই কি ছুঁতে পারো তোমার আকাশ?
ভাবতে পারো পাহাড়ের বুকে সেই মুগ্ধতা,
নদীর মাঝে পাওয়া শুশুকের সাঁতরে ফেরা আনন্দ,
বন্য হাতির ছুটে চলার গতি?
ইচ্ছে হলেই কি তুমি দেখতে পারো আমাকে?
অদৃশ্য কোন দেয়ালের পাশে অধরা কোন নাগাল,
নাগপাশের মাঝে সে কি অসম্ভব হৃদ্যতা!
আজকাল পুকুর ঘাটে কোন কিছুই থাকছে না স্থির!
বদলে যাচ্ছে পদচিহ্ন- ভালোলাগার মাত্রা,
নীরবতার মাঝে ফুরিয়ে যাচ্ছে ভালোলাগা,
কতদিন বিরস বদনে শূন্যতায়
অপারগ আমি হোঁচট খেয়ে ফিরে যাই!
প্রতিটি বিকেল এলেই জ্বলে উঠে -
সন্ধ্যা তারার আলোতে উদ্ভাসিত বিরহবেদন।
আকাশের মত নিঃসীম একাকীত্বতা ছুঁয়ে যায়
স্পর্শ করতে পারি না সুখ অথবা তোমাকে ।