প্রথম যেদিন আবিষ্কার করলাম একটু বিদঘুটে রঙের মাঝে তুমি
প্রাণবন্ত জানান দিচ্ছিলে – টিকে থাকার লড়াইয়ে মজা না পেলে
অন্ততঃ তুমি থাকতে না এখানে।
গাল ভরা বুলির মত মনে হয়নি বলেই তোমাকে দেখেছিলেম-
বিদঘুটে রঙের মাঝে, বিরূপ প্রকৃতির মাঝে, লড়াই করে যাওয়া
যোদ্ধার মাঝে তুমি টিকে থাকতে চাও আরো অনেকদিন ।
আমাদের শহরে এখন বৈচিত্র্যের মাঝেও নানা রঙের পিপা!
যেখানে যেমন সাঁজতে গিয়ে স্বকীয়তা নামের ফুলটাও ক্রমাগত
ভেগে যাচ্ছে বলে অত্যুক্তি মনে করে না কেউ।
নিজের রূপে সন্দিহান, ক্ষয়ে যাচ্ছে বিশ্বাসের বেলাভূমি!
সেখানে এখন কালসাপ আর বন্য প্রাণীর অভয়ারণ্য,
ভরা জোছনাতে অথবা ভর দুপুরে তীব্রতার কাছে হার মানে
তোমাকে ছুঁয়ে থাকা সেই সব অনুভব।
সেদিন আমার কাছে কিছু ছিলনা বলে বিদায় নিয়েছিলে শূন্য হাতে।
আর তোমার দেওয়া উপহার যা আমি আজো বয়ে বেড়াই,
প্রাণবন্ত উপস্থাপনায় জানান দিয়ে যাই – আমার জীবনে
সেদিন এসেছিল বলেই আমি মিলিয়ে নিতে পেরেছি জীবনের মানে,
টিকে থাকার লড়াই থাকে বলে নিঃশ্বাসের এতো কদর,
বিশ্বাসের বাতাবরণে বারংবার খুঁজে নিতে থাকে জীবন;
এই শহরের সকল শবদেহের মাঝেই খুঁজে পাওয়া যাবে
বেদনাকে অতিক্রম করতে পারে নাই কেউ ।