অস্তিত্বের জানান দিতে বেপরোয়া-  
জীবনের স্বাদ খুঁজেই বুঝে  টিকে আছে
নিঃশ্বাসে সুগন্ধ,
গহীনে তরঙ্গ,
উদ্বেলিত বেঁচে থাকা ।  

তুমিতো দেখেও দেখো নাই,
অন্য কেউ  শিখিয়েছে-  
পটে আকা ছবির মত স্থির, স্থিতাবস্থায়
জীবনের স্বাদ,
অস্তিত্বের বিলাসিতা,
দৌড়ে টিকে থাকা ।

আমার হাতে কিছু ছিল না বলেই
খালি হাতে একবার!
তোমার কাছে,  
একবার ভাগ্যের কাছে-  
খুঁজে নিয়েছি
অস্তিত্বের রঙ ।

আজকাল এভাবেই দোল দিয়ে
ভাবের বুকে লিখতে হয়
অস্তিত্ব!
তোমাকে দেখতে হয়
ভাবতে হয়
জানান দিতে হয়
সুগন্ধে মাতোয়ারা হয়েছে
ভিতরটাও ।