নারীকে নষ্ট বলিনি কখনোই !
বুকের ভিতরে ঘৃণা জন্মাতে দেইনি ।
তখনো বলি নাই যখন অন্যদিকে হেলেছে চাঁদ
ক্ষয়ে যেতে দেখে চুপ হয়ে গেছি
অথচ সেই চাঁদ কত কথা বলেছিল
জানতে চেয়েছিল আরও কত.......
নিঃস্ব করে গেছে তবুও বলিনি

আবারো ঋণী হয়ে গেছি কোন চাঁদের কাছে
অথচ সে কিনা কখনোই উঠেনি আমার কূলে
কুলহীন আমায় কূলে ঠেলে নিয়ে
সেও বলেছে কতকিছু__
দৌড়ানোর কৌশল বাতলে দিয়ে ।
নষ্ট বলিনি আমি ; আর কভু নষ্ট করি নি বিশ্বাস

আবারো কোন চাঁদে তাড়িত হয়ে
স্বপ্নের সবকিছু গোছালো ছিল হাতে...
জীবনের সব হিসাব মেলেনা বিধায়
পারি নাই ধরে রাখতে
অপরাধী নই আমি, অপরাধী তুমিও নও
বিধাতা না চাইলে হয় না বলে _কখন ডুবে গেছ চাঁদ
উদিত হয়েছ অন্য ভুবনে

অতঃপরেও কখনো নষ্ট বলিনি প্রেয়সীকে
সবখানে ফুলের সুবাসে বিমোহিত ভ্রমর....
সুবাসিত বুকে ঘুমিয়ে যাই
দুর্গন্ধের হেঁসেলে  দেখিনি কভু নারী
ফুলের রঙে দেখেছি রঙিন
নষ্ট চোখের অস্তিত্ব পাই নি খুঁজি
০৫/০৭/১২