নিজের খোঁজে গিয়েছিলেম
যেখানে সুস্পষ্ট আমি দ্বিধা ছাড়া
আমার বিশ্বাসে কোন মারণাস্ত্র নেই
প্রতিকারের প্রশ্নে যদিও প্রগতির আড়াআড়ি
যদিও কারো জ্ঞানে মূসক নিয়ে আছে মাতলামি
আমার কাছে কাটছাট নেই, ভেদ নেই
কোন দ্বিধা ছাড়াই বলতে পারি
হেন অঙ্গে কোন বিধাতা নেই
আর প্রত্যেকেই এক সামান্য সৃষ্টি বিধাতার
সবকিছুর যোগফলে কখনোই মেলাই না যাকে
নিজের খোঁজে গিয়েছিলেম
জ্ঞানের পরিসীমায় যে ডাহুকের ডাক
নিখোঁজ হয় বারবার
রোদের তাপে সঙ্কুচিত হয়ে ত্যক্ত আরো
সেই গান আমি গাইতেই পারি
বিভেদ অতি স্বাভাবিক জেনে