কিছুকিছু বিষয় থাকে মিলে যায় একেবারে
খাপ খাইয়ে বাধ্য করে
বশ করে ধরে রাখে
কিছু কথা এমন বারংবার শুনে ও মিটে না আশা
কিছু স্মৃতি, কিছু ছবি মনের মাঝে
বিলি কেটে মূর্ছনা জাগায়
কিছু স্বপ্ন, কিছু দুঃস্বপ্ন তাড়া করে ফিরে
ভাবনার বেড়াজাল ডিঙিয়ে দেখিয়ে দেয়
গতিতে সে ধূমকেতু
সেদিনের মত প্রতিদিন ধরাবাঁধা আমি
থমকে গিয়ে দেখিয়ে দেই
হিসাবের কথা বলো না আমায় আজো
কিছুকিছু বিষয় আত্মস্থ হতে গিয়ে ভেঙে ফেলে
ধারণ করার পাত্র
বিকরিত প্রভায় এখন স্ফুলিঙ্গের দহন
কিছুদিন এভাবেই থাকতে দাও
কিছুকিছু করে মিটিয়ে দিব তোমার পাওনা ।