কিছু তাড়না এমন থাকে, হতে পারে-
ঋণগ্রস্ত হয়েও পাঁজরে তুলে নিতে হয়,
কিছু ভাবনায় অস্তিত্বের পাশাপাশি চলে আসে শপথ,
কিছু ঘটনা- কিছু স্মৃতি
কিছুতেই ম্রিয়মাণ হয়ে যায় না ।
অন্ধকার আলো কিম্বা অনশনের গল্পে,
মানতে না পারা অবিশ্বাসের গল্পে;
গল্প গুলো ক্রমাগত বিষিয়ে যায় বিষধর সাপ।
অভিশাপের কারণে অভিশংসিত প্রেতাত্মারা নিয়ত
বাঁক এলেই স্তিমিত করে গতি
অতঃপর চোরাগলি বেয়ে চলে যায় মিছিল হতে।
এই গল্পে থাকার কথা ছিল না কনভয়,
জলপাই রঙের গাড়ি-
৩২ নম্বরে রচিত বিশ্বাসঘাতকতা।
পিতার কোমল জায়নামাজের বুকটাকে ছিন্নভিন্ন করে
শুনতে চায় নি কেউ
হায়েনার চিৎকার ।
কিছু পথ এমন থাকে বিক্ষিপ্ত হয়ে থেমে যায়
আর কিছু পথ এমন রাজপথের মত
এগিয়ে যেতে থাকে ইতিহাস গড়ে।
কিছু আশংকা ক্রমাগত পার হয়ে যেতে হয়
গোপন প্রেমালাপ, আর্জেস, পালাবদল ।
নাগরিকেরা দেখতে থাকি
এজেন্ট বা প্রতিনিধি নামক বিড়ালের দৌড়,
স্বার্থের কাছে বিক্রি হয়ে যাওয়া
সেই চাহনি-
শৈশবেও সুশীল ছিল বলে
স্বাধীনতা চাইতে সাহস পায়নি যারা !
ঠায় দাঁড়িয়ে থাকা ঠ্যাঁটা মফিজ
জানিয়ে দেয়
কত বড় অংকে হয়েছে দফা রফা ।