ইতিহাসের কাছে কিছু বাঁধাধরা ছবি
কিছু কৌতুক, কালো অধ্যায় ।
আমাদের বর্তমান স্থির, বিগত হয়ে যাচ্ছে
আশংকা এসে দাঁড়ায় সামনে ।
তবুও সময়ের প্রবাহ কে বাঁধা দিতে পারে না।
পায়ে চলা পথিক ক্লান্ত হয়ে থামে,
পিছনে দৃশ্যমান পদ ছাপ
গুনে গুনে এগিয়ে আসে ভাবনা ।
তোমাদের প্রচ্ছদে আঁকা শুভ কামনা ।
প্রথা র আবির্ভাব ঘটিয়ে
নিত্য অভাবনীয় দৃশ্যপট,
বসে থাকে গালে হাত দিয়ে ।
বিরহের রাতে একেবারেই পলকহীন চাহনি-
বসে আছো দৃশ্যপট ইতিবৃত্ত,
কালো রঙের প্যান্থার ফিরে আসে
নখের থাবায় রক্ত মাখিয়ে ।
২৮/১০/১৮ ইং ।