ভালোবাসার অভিব্যক্তি দিয়ে রাখতে পারি নাই বেঁধে।
তবে কি তোমার পিছে কোন কিন্তু ছিল দাঁড়িয়ে?
ক্রমাগত ডুবে গেছ তোমার ভিড়ে-
সেখানে দাঁড়ানোর ছিল না উপায় কোনমতে!
বাজ পাখির চোখে তুমি কেমন ছিলে বুঝি নাই,
কেঁড়ে নিয়ে গেছে ভালোবাসার অবিচ্ছেদ্য রঙ।
নুইয়ে থাকা অবশেষ তোমার দেহের
স্পন্দনহীন বেঁচে থাকা দেখি অবাক চেয়ে!
ভাবতে পারি নাই তুমি এমন জিঞ্জিরাতে আবদ্ধ হয়ে
ভুলে যাবে হৃদ্যতা, বুকের শীতলতা!
তোমার যে রঙে হাসতো সবে
ভবিতব্য অন্য কোন তুমি দাঁড়িয়েছিলে মোহনাতে।
ভালোবাসার আঙিনাতে তুমি এখন ধরে রাখো চিহ্ন পচনের।
ফুরিয়ে যাই তোমাকে দেখে।
তুমি থেমে থাকো উলটা পথে
কেউ যেন তোমাকে বুঝতে না পারে!
অতঃপর সেই কদাচিৎ ভাবনার কাছে বন্দী সকলে
মিলেমিশে বসবাস দূরেদূরে,
নিরূপণ করে রেখেছ সীমা আর সুখ আস্বাদনের।
বন্ধনহীন দিগন্তের মত ভাসি চোখে চোখে!
(৩০/০৩/২০২১ সমাপ্তিকৃত)