প্রতারণার গল্পটা লিখতে পারি না বলে খেই হারিয়ে ফেলি
তারপরও আমাকে থামিয়ে দাও
বাড়তে চাইলে বলো আর নয়
এভাবে তোমার সাথে থাকি -বিমুগ্ধ হয়ে দেখি যুগল নয়ন
ভাবনারা কত বেশি ছুঁয়ে যায়
কত বেশি আপন হয় নির্বিবাদে
কতদিন তুমি তবুও ফাঁকি দিয়ে যাও
খেই হারাতে দেখলেই দিয়ে যাও প্রকাণ্ড এক প্রতাপ
আর কখনো বলবে না এমন করে
অথচ আমার মুখ থামলেও থামে না হাত
অন্তর বেয়ে চলতে থাকে অঝোর বৃষ্টি
আছড়ে পড়তে থাকে দৃশ্য তোমার লুটোপুটি
আমি কবি হয়ে যাই
তিন লাইনের চরণে ঝাপিয়ে পড়ি
গুণতে থাকি এক দুই তিন ।