এইসব ছুটাছুটি, ভারাক্রান্ত হৃদয়, হাপিত্যেশ-
যদি আর একটু আগে হত!
মিলিয়ে নিতে চাইলেও ব্যর্থ চরম,
বলার মত শব্দ- ইস, আর একটু হলেই।
তুমি এসেই বলেছিলে -যদি ব্যর্থ হও পথ খোলা।
আরো আগে হতেই দৌড়েছি শুকনো মাঠে,
অতঃপর ভেজা মাঠে অতঃপর ছন্দপতনে।
অথচ তোমার কাছে কোন সুযোগ নেই অতঃপরের ।
অতঃপর নিজেরাই বারংবার মিছিলের উত্তাপ সয়ে
আপোষ করেছি, নিজে ঘরে তুলে নিয়েছি ইস!
যেদিন তোমার মুখাকৃতি দেখে কথা দিয়েছিলেম-
সইতে হবে, বইতে হবে, বইতে পারবো দেখে নিও।
সেই হতে এইসব ছুটাছুটি- বেলা পার হয়ে গেলেও,
রোদ উঠবেনা জেনেও, পানিতে ডুবে যাবে আশংকা রেখেও,
ভালোবাসিয়ে হতে পারবোনা জেনেও।
কতবার খাবি খেয়েছি, অপরাধী হয়েছি নির্বিবাদে ।
আমাকে দেখে মনে করো নাগালে কিছুই নেই,
মাটি নেই পায়ের তলাতে।
আমার কাছে এই সত্যটা এখন মধুর এতো,
এইসব ছুটাছুটি, ভারাক্রান্ত হৃদয় গিলে ফেলেছে অবশেষটাকেও ।